Wellcome to National Portal
প্রগতি ইন্ডাষ্ট্রিজ লিঃ বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি), শিল্প মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd অক্টোবর ২০২২

প্রগতি টাওয়ার নির্মাণ

প্রায় ৩৪০.০০ কোটি টাকা নিজস্ব অর্থায়নে প্রগতি’র মালিকানাধীন ১৫১-১৫২, তেজগাঁও শিল্প এলাকা,ঢাকায় বিক্রয়কৃত গাড়ির বিক্রয়োত্তর সেবা এবং রক্ষণাবেক্ষন সক্ষমতা বৃদ্ধি, বিক্রয় লক্ষ্য মাত্রা বাড়ানো ও বার্ষিক মূনাফা বৃদ্ধির নিমিত্ত শোরুম ও সার্ভিস সেন্টারসহ ১৪ তলা বাণিজ্যিক ভবন প্রগতি টাওয়ার নির্মাণ শীর্ষক প্রকল্প গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, ২১-০৩-২০২২ তারিখে রাজউক হতে ভবন নির্মাণের নকসা অনুমোদিত হয়। গনপূর্ত মন্ত্রনালয়ের রেট সিডিউল -২০২২ মোতাবেক সংশোধিত লিকুইডিটি সার্টিফিকেট প্রাপ্তির জন্য ০৭-৯-২০২২ তারিখে শিল্প মন্ত্র্রনালয় হতে অর্থ মন্ত্রনালয়ে পত্র প্রেরন করা হয়েছে। এছাড়া, সংশোধিত ডিডিপি অনুমোদনের জন্য শিল্প মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। “আধুনিক সার্ভিস সেন্টার সম্বলিত প্রগতি টাওয়ার নির্মাণ” শীর্ষক প্রকল্পের ডিপিপি অনুমোদিত হলে ক্রয় পরিকল্পনা অনুযায়ী এর বাস্তবায়ন কাজ শুরু হবে।

2020-09-16-10-49-90e7ce63515036be78032603cc7c38e5.pdf 2020-09-16-10-49-90e7ce63515036be78032603cc7c38e5.pdf