Wellcome to National Portal
প্রগতি ইন্ডাষ্ট্রিজ লিঃ বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি), শিল্প মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd অক্টোবর ২০২২

নতুন সংযোজন কারখানা স্থাপন

দেশের গাড়ীর চাহিদা বিবচেনা নিয়ে এবং পিআইএল’র সংযোজন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে একটি আধুনিক অটোমেটিক এ্যাসেম্বলিং কারখানা স্থাপনে পরকিল্পনা গ্রহণ করা হয়েছে। উক্ত কারখানায় সর্বাধুনিক প্রযুক্তির পেইন্টসপ, বডি সপ, প্রেস সপ, মেশিন সপ, এ্যাসেম্বলী ও সাব-এ্যাসেম্বলী লাইন, চেসিস লাইন, ট্রিম লাইন, ফাইনাল লাইন ও কিউসি সুবধিা থাকবে। ইতিমধ্যে, পরামর্শক প্রতিষ্ঠান AIH ( Automotive Investment Holdings), South Africa এবং বাংলাদেশের ইউছুফ এন্ড এসোসিয়েটস কে কনসালট্যান্ট  হিসাবে নিয়োগ করা হয়েছে। পরামর্শক প্রতিষ্ঠান হতে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়া গেছে । গত কোম্পানী বোর্ড কর্তৃক অনুমোদিত হয়েছে। ডিডিপি প্রস্তুতের জন্য বুয়েট-কে পত্র দেয়া হয়েছে। তারা সহায়তা করতে প্রস্তুত আছে মর্মে পত্র দিয়ে জানায় এবং ডিডিপি করার লক্ষ্য প্রোপজাল তৈরী কার্যক্রম শুরু করেছে।  উক্ত প্রকল্প বাস্তবায়িত হলে, আধুনিক মানের কারখানায় উন্নীত হওয়া সম্ভব হবে এবং কোয়ালিটি সম্পন্ন ও ওয়াল্ড স্ট্যান্ডার্ড অনুযায়ী গাড়ী উৎপাদন করা সম্ভব হবে। এক্ষেত্রে, পার্টস ডিলিশন মথেড-এ পর্যায়ক্রমে স্থানীয়ভাবে গাড়ী উৎপাদনের অভিষ্ট লক্ষ্য অর্জন করা সম্ভব হবে বলে আশা করা যায়। এতে ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প প্রতিষ্ঠা,বেকারত্ব দুরিকরণ,অর্থ-সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গতিশীলতা আসবে। সর্বোপরি দেশে গাড়ী উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন সম্ভব হবে।