দেশের গাড়ীর চাহিদা বিবচেনা নিয়ে এবং পিআইএল’র সংযোজন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে একটি আধুনিক অটোমেটিক এ্যাসেম্বলিং কারখানা স্থাপনে পরকিল্পনা গ্রহণ করা হয়েছে। উক্ত কারখানায় সর্বাধুনকি প্রযুক্তির পেইন্টসপ, বডি সপ, প্রেস সপ, মেশিন সপ, এ্যাসেম্বলী ও সাব-এ্যাসেম্বলী লাইন, চেসিস লাইন, ট্রিম লাইন, ফাইনাল লাইন ও কিউসি সুবধিাসহ ৪টি উৎপাদন লাইন যেমন-ক) জীপ/পিক-আপ খ) সেডান কার গ) বাস/মিনি বাস ঘ) ট্রাক/মিনি ট্রাক থাকবে। ইতিমধ্যে, পরামর্শক প্রতিষ্ঠান AIH ( Automotive Investment Holdings), South Africa কে নিয়োগ দেয়া হয়েছে। প্রতিষ্ঠানটি ১১ নভেম্বর, ১৯ হতে তাদের কাজ শুরু করেছে এবং ইতিমধ্যে Inception ও Commercial study Report প্রদান করেছ।