Wellcome to National Portal
প্রগতি ইন্ডাষ্ট্রিজ লিঃ বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি), শিল্প মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st ফেব্রুয়ারি ২০২২

মাসব্যাপী অনুষ্ঠিত ২৬ তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় (DITF 2022) বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি) এর প্যাভিলিয়ন শ্রেষ্ঠ প্যাভিলিয়ন ও প্রতিষ্ঠান নির্বাচিত হয় এবং গোল্ড ট্রফি অর্জন করে।


প্রকাশন তারিখ : 2022-02-01

বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশীপ সেন্টার, পূর্বাচল এ মাসব্যাপী অনুষ্ঠিত ২৬ তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় (DITF 2022) বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি) এর প্যাভিলিয়ন শ্রেষ্ঠ প্যাভিলিয়ন ও প্রতিষ্ঠান নির্বাচিত হয় এবং গোল্ড ট্রফি অর্জন করে।

বিএসইসি’র সম্মানীত চেয়ারম্যান জনাব মোঃ শহীদুল হক ভূঁঞা,এনডিসি বিএসইসি’র পক্ষে গোল্ড ট্রফি গ্রহণ করেন। এ সময় বিএসইসি’র পরিচালক (বাণিজ্যিক), পরিচালক (অর্থ), পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) উপস্থিত ছিলেন। বিএসইসি’র চেয়ারম্যান মহোদয়, পরিচালকবৃন্দ এবং পিআইএল এর ব্যবস্থাপনা পরিচালকসহ মেলার সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে পিআইএল পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। উল্লেখ্য যে, ঢাকায় অনুষ্ঠিত যে কোন আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এটি বিএসইসি’র শ্রেষ্ঠ অর্জন।